হেভিওয়েটদের পিছনে ফেলে নতুন দল হামরো-র দখলে শৈলশহর

দার্জিলিং এখন নতুন দল হামরো-র দখলে। হামরোর জয়ের আনন্দে ভাসছে এখন পাহাড়ের মানুষ। মাত্র ছ' মাস আগে গঠিত হয় হামরো পার্টি। হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। অজয় এডওয়ার্ড জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ।

/ Updated: Mar 02 2022, 08:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দার্জিলিং এখন নতুন দল হামরো-র দখলে। হামরোর জয়ের আনন্দে ভাসছে এখন পাহাড়ের মানুষ। মাত্র ছ' মাস আগে গঠিত হয় হামরো পার্টি। হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। অজয় এডওয়ার্ড জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে হামরো পার্টি গঠন করেন। দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয়ী হামরো পার্টি। ৪টিতে জিতেছে বিমল গুরুংয়ের গোর্খ জনমুক্তি মোর্চা। অনীক থাপার দল দখল করেছে ৮টি আসন। ২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি-জিএনএলএফ জোট কোনও আসনেই জিততে পারেনি। বলা যেতেই পারে গুরুং, বিনয়, অনীত, ঘিসিং, জিম্বাদের থেকে মুখ ফেরালো পাহাড়বাসী। দার্জিলিং পাহাড়ে ফের নতুন রাজনৈতিক দলের আর্বিভাব। মাত্র ছ' মাস আগে গঠিত হওয়া হামরো পার্টি দখল করল দার্জিলিং পুরসভা৷ গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, তৃণমূলের মতো প্রধান দলগুলিকে পিছনে ফেলে দার্জিলিং পুরসভা দখল করে নিল অজয় এডওয়ার্ডের।