'কামারহাটির পুলিশ নিরপেক্ষ ছিল', বললেন মদন মিত্র

'কামারহাটির পুলিশ নিরপেক্ষ ছিল', বললেন মদন মিত্র। সেখানে নির্দল প্রার্থী সুশান্ত চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন। ১৫ নং ওয়ার্ডের প্রার্থী সুশান্ত চট্টোপাধ্যায়। কামারহাটির এই নির্দল প্রার্থী তৃণমূলে আসতে চাইছেন। 

/ Updated: Mar 03 2022, 09:48 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'কামারহাটির (Kamarhati) পুলিশ নিরপেক্ষ ছিল', বললেন মদন মিত্র (Madan Mitra)। সেখানে নির্দল প্রার্থী সুশান্ত চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন। ১৫ নং ওয়ার্ডের প্রার্থী সুশান্ত চট্টোপাধ্যায়। কামারহাটির এই নির্দল প্রার্থী তৃণমূলে আসতে চাইছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মদন মিত্র। নির্দল হয়ে জয় লাভের পর তিনি মদন মিত্রর সঙ্গে দেখা করেন। এখনই তবে তিনি তৃণমূলে আসছেন কী না তা জানানি মদন মিত্র। 'কামারহাটির পুলিশ নিরপেক্ষ ছিল', বললেন মদন মিত্র। প্রসঙ্গত, বাংলার ১০৮ পুরসভা (Municipal Election) ভোটের ফল ঘোষণা ২মার্চ। বুধবার সকাল থেকেই জোর কদমে চলছে ভোট গণনা। ২৭ ফেব্রুয়ারি, রবিবার ছিল এই ১০৮ পুরসভায় ভোট। ভোটকে কেন্দ্র করে সেদিন একিধিক জায়গায় অশান্তির ছবি উঠে আসে। ভোটেকে কেন্দ্র করে এমন অশান্তির কারণ হিসাবে তৃণমূলকেই অধিকাংশ জায়গায় কাঠগড়া তোলা হায়। এই নিয়ে নিন্দার ঝড় ওঠে। বুধবার তারই ফল ঘোষণা হয়। এদিন সকাল থেকেই এগিয়ে থাকতে দেখা যায় তৃণমূলকে। অধিকাংশ পুরসভায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। মোট ১০২টি পুরসভায় জয়ী তৃণমূল।

Read more Articles on