রাস পূর্ণিমায় সেজেছে নবদ্বীপ, চলছে তিনশোর বেশি দেব-দেবীর আরাধণা
বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৈষ্ণব ও শআক্তদের মিলন উৎসব রাস। প্রায় তিনশোর মত দেব-দেবীর পুজো হয় এই রাস পূর্ণিমায়। যারমধ্যে রয়েছে রাধাকৃষ্ণের চক্ররাস, এলানিয়া কালীমাতা, ভদ্রাকালী, কৃষ্ণকালী, ভূবনেশ্বরী, গঙ্গামাতা, ভারতমাতা, মহিষমদ্দিনী, নিত্যকালী , অন্নপূর্ণা ও চণ্ডীমাতা। রাস উৎসব দেখতে বহু মানুষের আগমন হয় নবদ্বীর শহরে। তাদের জন্য শহরের নানা প্রান্তে তৈরি করা হয়েছে শিবির ও যাত্রীনিবাস। শান্তিপূর্ণ ভাবে রাস ুৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরজার করা হয়েছে।
বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৈষ্ণব ও শআক্তদের মিলন উৎসব রাস। প্রায় তিনশোর মত দেব-দেবীর পুজো হয় এই রাস পূর্ণিমায়। যারমধ্যে রয়েছে রাধাকৃষ্ণের চক্ররাস, এলানিয়া কালীমাতা, ভদ্রাকালী, কৃষ্ণকালী, ভূবনেশ্বরী, গঙ্গামাতা, ভারতমাতা, মহিষমদ্দিনী, নিত্যকালী , অন্নপূর্ণা ও চণ্ডীমাতা। রাস উৎসব দেখতে বহু মানুষের আগমন হয় নবদ্বীর শহরে। তাদের জন্য শহরের নানা প্রান্তে তৈরি করা হয়েছে শিবির ও যাত্রীনিবাস। শান্তিপূর্ণ ভাবে রাস ুৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরজার করা হয়েছে।