Asianet News BanglaAsianet News Bangla

৩৫০ বছরের প্রাচীন কালীগঞ্জের বুড়োমার পুজো, নিরঞ্জনে উপচে পড়ল ভিড়

কালী পুজো শেষ, এবার মাকে বিদায় দেওয়ার পালা। সেই রীতি মেনেই বিসর্জন দেওয়া হল নদিয়ার কালীগঞ্জের বুড়োমাকে।

Oct 29, 2019, 11:19 AM IST


কালী পুজো শেষ, এবার মাকে বিদায় দেওয়ার পালা। সেই রীতি মেনেই বিসর্জন দেওয়া হল নদিয়ার কালীগঞ্জের বুড়োমাকে। প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহের কোনও শেষ থাকে না। প্রতিমা নিরঞ্জনের সময়েও দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছিল।