গগণচুম্বী স্তম্ভে উড়ল গর্বের তেরঙ্গা, স্বাধীনতা দিবসে আবেগে ভাসল রায়গঞ্জ
- স্বাধীনতা দিবসে শ্রদ্ধার্ঘ্য
- ১০৫ ফুট স্তম্ভে উড়ল জাতীয় পতাকা
- পতাকা উত্তোলন করলেন পুরসভার চেয়ারম্যান
- ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকল রায়গঞ্জ
১০৫ ফুট উঁচু স্তম্ভে উড়ছে তেরঙ্গা! স্বাধীনতা দিবসে সকালে আকাশে নজর ছিল সকলের। শহরের প্রাণকেন্দ্র ঘড়িমোড়ে ৩০ ফুট দৈর্ঘ্যের সুবিশাল জাতীয় পতাকাটি উত্তোলন করলেন পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। স্রেফ একদিনের জন্য নয়, বছরভর ২৪ ঘণ্টাই উড়বে এই পতাকা। রাতের বেলায় উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠবে গোটা এলাকা। স্বাধীনতা দিবসে ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর।