১৫ ফুট গর্ত করে চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ, বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনায় ঘুম উড়েছে স্থানীয়দের

বাড়ির পাশ থেকে প্রায় ১৫ ফুট গর্ত করে চলছে মাটি খোড়া, বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনায় চিন্তায় ঘুম উড়ছে স্থানীয় পরিবারগুলোর

/ Updated: Aug 08 2022, 06:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে মাটি খোড়ার কাজ চলছে| প্রায় ১৫ ফুট গর্ত করে চলছে মাটি খোড়ার কাজ | ধস নেমে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা|  তাই চিন্তায় ঘুম উড়ছে স্থানীয় পরিবারগুলোর | নদীয়ার শান্তিপুর থানার বাইপাস এলাকার ঘটনা | তাদের দাবি একাধিকবার নিষেধ করা হলেও তারা কোনও কথায় কর্ণপাত করেননি | নিজস্ব সম্পত্তির ওপর বসবাস করা সত্ত্বেও যখন তখন বাড়িঘর ভেঙ্গে পড়তে পারে সেই আশঙ্কায় ভুগছে স্থানীয়রা