Asianet News BanglaAsianet News Bangla

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি -র প্রতিবাদে সাইকেল নিয়ে পথে নামলেন বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক

Jul 15, 2021, 9:47 PM IST

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোনের পথে পুরুলিয়া জেলা কংগ্রেস।পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতর নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্তে  তিনদিন ধরে চলবে এই প্রতিবাদ কর্মসূচি।আজ প্রথম দিন  পুরুলিয়া শহরে  সাইকেল মিছিল করে অভিনব প্রতিবাদ দেখানো হয়।নেতৃত্ব দেন নেপাল মাহাতো।আগামিকাল পুরুলিয়ার কোটশিলা এবং ১৭ই জুলাই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝালদা শহরে হবে প্রতিবাদ কর্মসূচি।

Video Top Stories