মেয়ের হাতে মা দুর্গার নতুন রূপ, পুজোয় থাকছে সুপারি দিয়ে তৈরি মা দুর্গা

  • পুজোর আগে এক ভিন্ন রূপে মা দুর্গা
  • এবার মা দুর্গা তৈরি হচ্ছে সুপারি দিয়ে
  • ১০ ইঞ্চির এই দুর্গার সঙ্গে আছে লক্ষী, সরস্বতী, গণেশ ও কার্তিক
  • এক নজরে দেখে নিন সেই দুর্গা মূর্তি

/ Updated: Oct 07 2020, 09:05 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতি বছরই পুজোয় আমরা ভিন্ন ধরনের দুর্গা দেখেই থাকে। এবার তেমনই এক দুর্গা প্রতিমা দেখা গেল কৃষ্ণগঞ্জে। সেখানে যেন মেয়ের হাতেই মা এক নতুন রূপ পেল, কারণ এই শিল্পী কোনও পুরুষ নন এক জন গৃহবধূ। আর তিনিই তৈরি করেছেন সুপারি দিয়ে এই প্রতিমা। আমাদের চোখের সামনে প্রকৃতির কত উপাদান এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যা নিয়ে আমরা কখনও ভাবি না। আর তেমনই একটি উপাদান এই সুপারি। সেই উপাদান দিয়েই এই সুন্দর মূর্তি তৈরি করলেন কৃষ্ণগঞ্জের বাসিন্দা পাপিয়া ঘোষ। এই মূর্তি বানাতে তাঁর প্রায় ২ কেজি সুপারি লেগেছে। চাল সহ প্রতিমার উচ্চতা এক ফুট চার ইঞ্চি। দুর্গা মূর্তির উচ্চতা ১০ ইঞ্চি। এছাড়াও আছে লক্ষী, সরস্বতী, কার্তিক ও গণেশ। লক্ষী এবং সরস্বতীর উচ্চতা ৭ ইঞ্চি এবং গণেশ, কার্তিক ও অসুরের উচ্চতা সাড়ে ৪ ইঞ্চি। পাপিয়া দেবী প্রতি বছরই কিছুনা কিছু নতুনত্ব জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে আসছেন। আর প্রতিমা বিক্রি করে সেই টাকায় তিনি সমাজসেবামূলক কাজ করেন। তাঁর এই কাজের জন্য তিনি সম্মানিতও হয়েছেন বহুবার।