New Year 2022: নতুন বছরের সকাল থেকেই জয়রামবাটিতে দর্শনার্থীদের ঢল

নববর্ষে উৎসবের মেজাজ চারপাশে। বছরের প্রথম দিনে শীতের রোদ গায়ে মেখে ঘুরতে এদিন বেরিয়েছেন অনেকেই। সমস্ত দ্রষ্টব্য স্থানেই এদিন ভিড় ছিল দেখার মতো। নতুন বছরের সকাল থেকেই দক্ষিণেশ্বর, বেলুড় মঠ বন্ধ থাকলেও খোলা ছিল জয়রামবাটি।

/ Updated: Jan 01 2022, 05:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নববর্ষে উৎসবের মেজাজ চারপাশে। বছরের প্রথম দিনে শীতের রোদ গায়ে মেখে ঘুরতে এদিন বেরিয়েছেন অনেকেই। সমস্ত দ্রষ্টব্য স্থানেই এদিন ভিড় ছিল দেখার মতো। নতুন বছরের সকাল থেকেই দক্ষিণেশ্বর, বেলুড় মঠ বন্ধ থাকলেও খোলা ছিল জয়রামবাটি। এদিন জয়রামবাটিতে দর্শনার্থীদের ঢল দেখা যায়। বাঁকুড়ার জয়রামবাটিতে সকাল থেকেই দেখা গিয়েছে ভক্ত সমাগম। বছরের প্রথম দিনে মা সারদার জন্মস্থান জয়রামবাটিতে মায়ের দর্শন করতে সেখানে ভিড় জমান ভক্তরা। করোনার কথা মাথায় রেখে কোভিড বিধি মেনে সীমিত সময়ের জন্য মা সারদার দর্শন করার অনুমতি মেলে সেখানে ভক্তদের। বছরের প্রথম দিনে জয়রামবাটির মার্তৃমন্দিরে দেখা যায় ভক্ত সমাবেশ। জগৎজননীর কাছে জগৎ সংসারকে ভালো রাখার প্রার্থনা ভক্তদের। নাট মন্দিরের বাইরে থেকে সীমিত সময়ের মধ্যে মা সারদার দর্শন ও প্রনাম সেরে নিতে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সেখানে দেখা যায়। তবে মূল মন্দিরে প্রবেশ নিষেধ ছিল এদিন।