অবরুদ্ধ বিশ্ব বাংলা সরণি, অফিস যেতে গিয়ে নাকাল তথ্যপ্রযুক্তি কর্মীরা, মিছিল করল বামেরা


গত শুক্রবার থেকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ- আন্দোলন। আর সেই আন্দলনের আঁচেই এবার অবরুদ্ধ নিউটাউনের বিশ্ববাংলা সরণি। সোমবার সকালে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। ফলে অফিস যেতে গিয়ে নাকাল হন নিউটাউন ও সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি কর্মীরা। এদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন রাজারহাট চৌমাথায়  জনসভা করেন আন্দোলনকারীরা। 

/ Updated: Dec 16 2019, 05:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত শুক্রবার থেকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ- আন্দোলন। আর সেই আন্দলনের আঁচেই এবার অবরুদ্ধ নিউটাউনের বিশ্ববাংলা সরণি। সোমবার সকালে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। ফলে অফিস যেতে গিয়ে নাকাল হন নিউটাউন ও সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি কর্মীরা। এদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন রাজারহাট চৌমাথায়  জনসভা করেন আন্দোলনকারীরা। 

এদিকে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে সোমবার নিউটাউনের আকাঙ্খা মোড় থেকে মিছিল করে বামেরা। মিছিলে হাঁটেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী, মানস মুখোপাধ্যায়, রমলা চক্রবর্তীর মত নেতা-নেত্রীরা।