মহিলার রহস্য মৃত্যু, রান্নাঘর থেকে উদ্ধার হল রক্তাত্ব দেহ
স্ত্রী -কে খুনের ঘটনায় অভিযোগ স্বামীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার ঘোলা রূপায়ণ নগরের ঘটনা। সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বিনোদ ও নিশা। ৬ মাস আগেই বিয়ে হয় তাঁদের। সেই বাড়িরই রান্নাঘর থেকে উদ্ধার হয় নিশা -র দেহ। নিশার পরিবার পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে রান্নাঘর থেকে উদ্ধার করে তাঁর রক্তাত্ব দেহ। ইতিমধ্যেই মৃতার স্বামী -কে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে খুন জানতে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
স্ত্রী -কে খুনের ঘটনায় অভিযোগ স্বামীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার ঘোলা রূপায়ণ নগরের ঘটনা। সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বিনোদ ও নিশা। ৬ মাস আগেই বিয়ে হয় তাঁদের। সেই বাড়িরই রান্নাঘর থেকে উদ্ধার হয় নিশা -র দেহ। নিশার পরিবার পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে রান্নাঘর থেকে উদ্ধার করে তাঁর রক্তাত্ব দেহ। ইতিমধ্যেই মৃতার স্বামী -কে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে খুন জানতে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।