'মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগুইহাটি কাণ্ডের তদন্ত ভার গেল সিআইডির হাতে'- ফিরহাদ
মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন সাংবাদিকদের জানান বাগুইহাটি ঘটনায় তদন্ত ভার গেলো সিআইডির হাতে এবং বাগুইহাটি থানার আইসি কল্লোল ঘোষকে অপসারিত করা হল
বাগুইহাটি জোড়া খুনের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ফিরহাদ হাকিম | তিনি জানান বাগুইহাটি থানার আইসি কল্লোল ঘোষ কে অপসারিত করা হল | 'এই ঘটনায় মুখ্যমন্ত্রী খুব ব্যাথিত হয়েছেন'- ফিরহাদ | 'মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত ভার গেলো সিআইডির হাতে'- ফিরহাদ | এই ঘটনায় দোষীরা অবশ্যই শাস্তি পাবে বলে জানালেন ফিরহাদ