আবারও কাজ হারিয়ে আত্মহত্যার ঘটনা, ট্রেনের কামড়া থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ

  • আবারও করোনার জেরে কাজ হারিয়ে আত্মহত্যার ঘটনা
  • মানসিক অবসাদেই আত্মহত্যা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা
  • ট্রেনের কামড়া থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ
  • ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
/ Updated: Oct 18 2020, 09:52 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনায় কাজ হারিয়ে একের পর এক মানুষের আত্মহত্যার ঘটনা সামনে আসছে। আবার তেমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মৃত ব্যক্তির নাম চিরঞ্জিত তাঁতি (৩৫)। পরিবার সূত্রের খবর, পেশায় হোটেলের রাঁধুনি ছিলেন চিরঞ্জিত। করোনার কারণে কাজ হারিয়ে দীর্ঘ সাত মাস ঘরে বসেছিলেন তিনি। আর সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যথেষ্ট আর্থিক সংকটে দিন কাটছিল তাঁর। আর্থিক সংকটের কারণে স্ত্রী তাঁর বাপের বাড়িতে গিয়ে থাকছিলেন। বাজারে লক্ষাধিক টাকার দেনা হয়ে গিয়েছিলেন তাঁর। পাওনাদারাও চাপ দিচ্ছিল বেশ কিছুদিন ধরে। শুক্রবার দাদার কাছে ৫০ টাকা চেয়েছিলেন তিনি, সেই টাকা দেননি দাদা। এতে আরও মানসিক অবসাদে ভেঙে পড়েন তিনি। অবশেষে রাতে ঘুম থেকে উঠে বারুইপুর প্লাটফর্মে গিয়ে ট্রেনের কামড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন চিরঞ্জিৎ। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তারাই চিরঞ্জিত বাবুর বাড়িতে খবর দেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।