ফুল তুলতে গিয়ে বাইসনের হামলার মুখে পড়ে প্রাণ গেল এক মহিলার

 বাইসনের হামলায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম সীতা দেবীপ্রসাদ। শুক্রবার ভোরবেলায় মাল বাজারের ক্ষুদিরাম পল্লী এলাকায় ঘটনাটি ঘটে। ফুল তুলতে গিয়েই বাইসনের হামলার মুখে পড়েন সীতা দেবী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। তাঁরা গিয়ে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে বাইসনটিকে। প্রসঙ্গত, মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতেন রায় বলেন, ‘বাইসনটি লাটাগুড়ির জঙ্গল থেকে বেরিয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ঝিরকধুরা, পণ্ডিত পাড়া ইত্যাদি এলাকা ঘোরে। পরে সেটি মাল নদী পেরিয়ে ঘন জনবসতিপূর্ণ ক্ষুদিরাম পল্লী এলাকায় ঢুকে পড়ে।’
 

/ Updated: Aug 13 2021, 06:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 বাইসনের হামলায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম সীতা দেবীপ্রসাদ। শুক্রবার ভোরবেলায় মাল বাজারের ক্ষুদিরাম পল্লী এলাকায় ঘটনাটি ঘটে। ফুল তুলতে গিয়েই বাইসনের হামলার মুখে পড়েন সীতা দেবী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। তাঁরা গিয়ে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে বাইসনটিকে। প্রসঙ্গত, মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতেন রায় বলেন, ‘বাইসনটি লাটাগুড়ির জঙ্গল থেকে বেরিয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ঝিরকধুরা, পণ্ডিত পাড়া ইত্যাদি এলাকা ঘোরে। পরে সেটি মাল নদী পেরিয়ে ঘন জনবসতিপূর্ণ ক্ষুদিরাম পল্লী এলাকায় ঢুকে পড়ে।’