দামের উর্ধ্বগতি অব্যাহত, এবার ক্ষেত থেকে চুরি গেল মূল্যবান পেঁয়াজ

পেঁয়াজের আকাশছোঁয়া দামের মোকাবিলা করতে গিয়ে নাজেহাল আম দেশবাসী। পেঁয়াজের দামের ঝাঁজে চোখের জল জনতার। দাম কমার নেই কোনও লক্ষন। আর এসবের মধ্যেই মধ্যপ্রদেশের মন্দাসোরের রিচা গ্রামে ক্ষেত থেকে চুরি গেল পেঁয়াজ। নিজের ক্ষেতে এবার পেঁয়াজ চাষ করেছিলেন জীতেন্দ্র কুমার। কিন্তু রাতের অন্ধকারে সেই পেঁয়াজ হাওয়া করে দিল চোরের দল। পুলিশের কাছে এমনটাই অভিযোগ করেছেন ওই চাষি। প্রায় ১.৬ একর জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন তিনি।  কিন্তু পুরো ফসলটাই নিয়ে পালিয়েছে চোরের দল। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
 

/ Updated: Dec 04 2019, 05:59 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


পেঁয়াজের আকাশছোঁয়া দামের মোকাবিলা করতে গিয়ে নাজেহাল আম দেশবাসী। পেঁয়াজের দামের ঝাঁজে চোখের জল জনতার। দাম কমার নেই কোনও লক্ষন। আর এসবের মধ্যেই মধ্যপ্রদেশের মন্দাসোরের রিচা গ্রামে ক্ষেত থেকে চুরি গেল পেঁয়াজ। নিজের ক্ষেতে এবার পেঁয়াজ চাষ করেছিলেন জীতেন্দ্র কুমার। কিন্তু রাতের অন্ধকারে সেই পেঁয়াজ হাওয়া করে দিল চোরের দল। পুলিশের কাছে এমনটাই অভিযোগ করেছেন ওই চাষি। প্রায় ১.৬ একর জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন তিনি।  কিন্তু পুরো ফসলটাই নিয়ে পালিয়েছে চোরের দল। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

দেশজুড়ে পোঁয়াজের নজিরবিহীন মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দাম প্রতি কেজি ছাড়িয়ে গিয়েছে ১০০ টাকা। এই অবস্থায় দেশের নানা প্রান্ত থেকেই পেঁয়াজ চুরির খবর আসছে। কয়েকদিন আগেই নাসিক থেকে গোরখপুর যাওয়ারপথে মধ্যপ্রদেশে একটি ট্রাক থেকে লুঠ করা হয় ২০ লক্ষ টাকার পেঁয়াজ।