Asianet News BanglaAsianet News Bangla

গঙ্গার জলের তোড়ে ভেসে গেল বাঁধ, আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের

Aug 13, 2021, 2:51 PM IST

বৃহস্পতিবার গভীর রাতে কেশরপুর শ্মশান সংলগ্ন এলাকায় ভূতনি সার্কিট বাঁধের প্রায় ৭০ মিটার অংশ গঙ্গার জলের তোড়ে ভেঙে যায়। এর ফলে জল ঢুকে পড়ে ভূতনির কিছু এলাকায়। তবে এই সার্কিট বাঁধের আধ কিলোমিটার পেছনদিকে ১০০ দিনের কাজের প্রকল্পে তৈরি আরও একটি রিং বাঁধ থাকায় গ্রামে জল ঢোকেনি। ভূতনি ভেসে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে গ্রামবাসীদের। 'প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নেয়নি', অভিযোগ গ্রামবাসীদের।