Gosaba by-election- 'মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি', অভিযোগ আনলেন পলাশ রানা
চার কেন্দ্রে উপ-নির্বাচনের (by-election) ফল। রাজ্যের চার কেন্দ্রেই জয়ী তৃণমূল কংগ্রেস (Trinamool congress)। সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। চার কেন্দ্রে মোট ১৬ রাউন্ডে হয় গণনা। গোসাবায়ও (Gosaba) জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল (Subrata Mondal)। আর এই তৃণমূলকে নিয়েই গোসাবায় বিস্ফোরক অভিযোগ আনলেন পলাশ রানার। 'ভোট হয়নি', এমনটাই বললেন বিজেপি প্রার্থী পলাশ রানা (Palash Rana)। 'মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি', এমনটাই দাবি জানালেন পলাশ রানা। গণতন্ত্রের হত্যা হচ্ছে, অভিযোগ আনলেন পলাশ রানার। এদিন সকাল থেকেই চার গণনাকেন্দ্রের সামনেই মোতায়েন ছিল কড়া নিরাপত্তা। কড়া নিরাপত্তার মাঝেই চলে ভোট গণনা (Vote counting)। আর এই উপ-নির্বাচন নিয়েই বিস্ফোরক অভিযোগ আনতে শোনা গেল গোসাবার বিজেপি প্রার্থী (BJP candidate) পলাশ রানাকে। তিনি সেখানে ভুয়ো ভোটেরও অভিযোগ এনেছেন। এই নিয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলেও জানান।
চার কেন্দ্রে উপ-নির্বাচনের (by-election) ফল। রাজ্যের চার কেন্দ্রেই জয়ী তৃণমূল কংগ্রেস (Trinamool congress)। সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। চার কেন্দ্রে মোট ১৬ রাউন্ডে হয় গণনা। গোসাবায়ও (Gosaba) জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল (Subrata Mondal)। আর এই তৃণমূলকে নিয়েই গোসাবায় বিস্ফোরক অভিযোগ আনলেন পলাশ রানার। 'ভোট হয়নি', এমনটাই বললেন বিজেপি প্রার্থী পলাশ রানা (Palash Rana)। 'মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি', এমনটাই দাবি জানালেন পলাশ রানা। গণতন্ত্রের হত্যা হচ্ছে, অভিযোগ আনলেন পলাশ রানার। এদিন সকাল থেকেই চার গণনাকেন্দ্রের সামনেই মোতায়েন ছিল কড়া নিরাপত্তা। কড়া নিরাপত্তার মাঝেই চলে ভোট গণনা (Vote counting)। আর এই উপ-নির্বাচন নিয়েই বিস্ফোরক অভিযোগ আনতে শোনা গেল গোসাবার বিজেপি প্রার্থী (BJP candidate) পলাশ রানাকে। তিনি সেখানে ভুয়ো ভোটেরও অভিযোগ এনেছেন। এই নিয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলেও জানান।