Violance in Khardah- কালী পুজোর দুষ্কৃতীদের তাণ্ডব ঘিরে ছড়াল আতঙ্ক

কালীপুজোর (Kali Puja) রাতে কালী পুজোর মন্ডপে দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগ উঠছে মন্ডপ ভাঙচুড়েরও। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খড়দহর রাসকোলাঘাটে। এই ঘটনায় আহত হয়েছে মোট পাঁচ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী (Police)। ২০ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে (CCTV)। ঘটনার অভিযোগ দায়ের হয় খড়দহ (Khardah) থানায়। সূত্রেরখবর, রাত সাড়ে ৯টা নাগাদ পুজো শেষ হয়ে যায়। তারপরে সেখানে চলছিল নরনারায়ণ সেবা। সেই সময়েই একদল যুবক আচমকাই লাঠি নিয়ে হামলা চালায় সেখানে। সেখানে উপস্থিত একাধিক মানুষের উপর হামলা চালায় তারা। সেখানে টেবিল চেয়ারও ভাঙচুর হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। কাটছে না আতঙ্ক, জানালেন স্থানীয়রা। সব আনন্দ মাটি হয়ে গিয়েছেও বলে জানালেন তাঁরা। কে বা কারা এই হামলা চালায় তা অবশ্য জানা যায়নি।
 

/ Updated: Nov 05 2021, 08:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কালীপুজোর (Kali Puja) রাতে কালী পুজোর মন্ডপে দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগ উঠছে মন্ডপ ভাঙচুড়েরও। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খড়দহর রাসকোলাঘাটে। এই ঘটনায় আহত হয়েছে মোট পাঁচ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী (Police)। ২০ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে (CCTV)। ঘটনার অভিযোগ দায়ের হয় খড়দহ (Khardah) থানায়। সূত্রেরখবর, রাত সাড়ে ৯টা নাগাদ পুজো শেষ হয়ে যায়। তারপরে সেখানে চলছিল নরনারায়ণ সেবা। সেই সময়েই একদল যুবক আচমকাই লাঠি নিয়ে হামলা চালায় সেখানে। সেখানে উপস্থিত একাধিক মানুষের উপর হামলা চালায় তারা। সেখানে টেবিল চেয়ারও ভাঙচুর হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। কাটছে না আতঙ্ক, জানালেন স্থানীয়রা। সব আনন্দ মাটি হয়ে গিয়েছেও বলে জানালেন তাঁরা। কে বা কারা এই হামলা চালায় তা অবশ্য জানা যায়নি।