Maoists poster: মাওবাদীর নাম নিয়ে পুরুলিয়ায় পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক তরজা
পুরুলিয়ায় মাওবাদীর নাম নিয়ে পোস্টার। মাওবাদীর পোস্টার ঘিরে সেখানে ছড়াল আতঙ্ক। পুরুলিয়া চাকির বন গ্রামের গ্রাম পঞ্চায়েতের বাড়িতে পোস্টার। সেখানকার তৃণমূল কর্মীর বাড়িতেও দেখা গেল একই পোস্টার।
জঙ্গলমহল নয় এবার পুরুলিয়া মফঃস্বল থানা এলাকায় মাও নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। পুরুলিয়ার ২ নম্বর ব্লকের পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার চাকির বন গ্রামের ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতে সদস্য অশ্বিনী কুমার মাহাতোর বাড়িতে মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এছাড়াও পিঁড়রা অঞ্চলের লোহার সোল গ্রামের একজন তৃণমূল কংগ্রেস সমর্থকের বাড়ির দেওয়াল থেকেও উদ্ধার হয় মাওবাদী নামাঙ্কিত পোস্টার। বিজেপির পঞ্চায়েত সদস্যর দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই কাজ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ। ঘটনার বিবরণে বিজেপি থেকে নির্বাচিত সদস্য অশ্বিনী কুমার মাহাতো জানান, বোমা ফাটার আওয়াজ পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে দেখেন একটা মোটরসাইকেল পুরুলিয়া টাউনের দিকে যাচ্ছে, এর মিনিট দশেক পরে লোহার সোলের কাছ থেকে দুটি আওয়াজ পাই। রাতে খোঁজাখুঁজির পর সেরকম কিছু দেখতে না পেলেও সকালে উঠে দেখে তাঁর বাড়ির দেওয়ালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার লাগানো আছে। বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া জানান। তৃণমূলের দাবি বিজেপি পরিকল্পনা করে এসব করছে।