পানিহাটি শ্যুটআউট কাণ্ডে নয়া মোড়, ফাঁকা জমি থেকে উদ্ধার টিকিট-মোবাইল

পানিপাটির কাউন্সিলর শ্যুটআউট কাণ্ডে নয়া মোড়। সোমবার সকালে ফাঁকা জমি থেকে উদ্ধার মোবাইল ফোন। এছাড়াও ট্রেনের একটি রিটার্ন টিকিট উদ্ধার হয়েছে। ঘটনায় ধৃত যেখানে গা ঢাকা দিয়েছিল সেখান থেকেই উদ্ধার।

/ Updated: Mar 14 2022, 04:51 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পানিপাটির কাউন্সিলর শ্যুটআউট কাণ্ডে নয়া মোড়। সোমবার সকালে ফাঁকা জমি থেকে উদ্ধার মোবাইল ফোন। এছাড়াও ট্রেনের একটি রিটার্ন টিকিট উদ্ধার হয়েছে। ঘটনায় ধৃত যেখানে গা ঢাকা দিয়েছিল সেখান থেকেই উদ্ধার। এলাকার মানুষরাই প্রথম টিকিট এবং মোবাইল ফোন খুঁজে পান। টিকিট এবং মোবাইল খড়দহ থানার হাতে তুলে দেন তাঁরা।প্রসঙ্গত, রবিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত। গুলি করার পরই ধৃত গা ঢাকা দেয় পাশের এক ফাঁকা জমিতে। যে ফাঁকা জমি থেকে ধৃত অমিত পন্ডিতকে এলাকার মানুষ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল, ঠিক সেই একই জায়গা থেকেই সোমবার সকালো এলাকার মানুষরা একটি মোবাইল ফোন এবং একটি ট্রেনের টিকিট পায়। মেমারি থেকে শেওড়াফুলি যাওয়ার রিটার্ন টিকিট মিলিছে বলে জানা গিয়েছে। যে মোবাইলটি পাওয়া যায় সেই মোবাইলের মধ্যে কোন সিম ছিল না। টিকিট এবং মোবাইল দুটোই এলাকার মানুষ খড়দহ থানার হাতে তুলে দেয়।