ক্ষমতা দখলের লক্ষ্যে রক্ত ঝরাচ্ছে বিজেপি, সন্দেশখালি নিয়ে পাল্টা পার্থর
- সন্দেশখালিতে শনিবার রাজনৈতিক হিংসার বলি অন্তত চার
- রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র
- বাংলায় রাজনৈতিক হিংসার জন্য বিজেপি-কেই দায়ী করলেন পার্থ
যারা খুন করছে, তারাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে। গত আট বছরে বাংলায় এই হিংসার পরিবেশ ছিল না। সন্দেশখালি কাণ্ডের জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "উন্নয়নের নামগন্ধ নেই, বাংলার হয়ে কথা বলা নেই। শুধুমাত্র তৃণমূল কর্মীদের বাড়ি ঘর লুঠ, তাঁদের উপরে আক্রমণ, ঘরছাড়া করা, এটাই তাঁদের লক্ষ্য। ক্ষমতা দখলের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করা হচ্ছে। মানুষ দেখুক, কোন গুন্ডা, ধান্দাবাজদের নিয়ে এসছেন।"
সন্দেশখালিতে মুকুল রায়ের নেতৃত্বে বিজেপি-র প্রতিনিধি দলের ঘটনাস্থলে যাওয়া বা অমিত শাহের রিপোর্ট তলবকেও গুরুত্ব দিতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূল ঠান্ডা মাথায় মানুষের পাশে থাকবে। তাঁর পাল্টা প্রশ্ন, তৃণমূল যেখানে ক্ষমতায়, সেখানে কেন তারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যাবে। বিজেপি-কে কটাক্ষ করে পার্থ বলেন, "আঠারোর আগে তো এখনও বাইশ। এরা এমন ভাব করছে যেন এখনই ক্ষমতায় চলে এসেছে।"