বর্ধমান স্টেশনে বিশৃঙ্খলা, ভিড়ের চাপে পদপিষ্ট ২ শিশু সহ ১১ যাত্রী

দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। শুক্রবার দুপুরে স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠা, নামার সময় হুড়োহুড়ি পড়ে যায়।  চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ পুরুলিয়া লোকাল। অন্যদিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সেই সময় ঢোকে ডাউন পূর্বা এক্সপ্রেস। ফলে দুটি ট্রেনের যাত্রীদের মধ্যে হুড়হুড়ি শুরু হয়। চারম ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের মধ্যে ২টি শিশুও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রেলপুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

/ Updated: Nov 08 2019, 07:16 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। শুক্রবার দুপুরে স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠা, নামার সময় হুড়োহুড়ি পড়ে যায়।  চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ পুরুলিয়া লোকাল। অন্যদিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সেই সময় ঢোকে ডাউন পূর্বা এক্সপ্রেস। ফলে দুটি ট্রেনের যাত্রীদের মধ্যে হুড়হুড়ি শুরু হয়। চারম ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের মধ্যে ২টি শিশুও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রেলপুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

যাত্রীদের অভিযোগ  ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে ওঠা, নামার জন্য একটি মাত্র সিঁড়ি রয়েছে প্ল্যাটফর্মে।  অন্য সিঁড়িট বন্ধ হয়ে রয়েছে। তাই এরকম ধাক্কাধাক্কির ঘটনা প্রায়শই ঘটে থাকে স্টেশনে। এবিষয়ে রেল প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ যাত্রীদের।