একজোট চিকিৎসকরা, অসহায় রোগী, কলকাতার সরকারি হাসপাতালে দুর্ভোগ মানুষের, দেখুন ভিডিও

  • বেনজির প্রতিবাদে থমকে সব সরকারি হাসপাতাল
  • চিকিৎসকদের উপরে হামলার প্রতিবাদে কর্মবিরতি
  • বন্ধ কলকাতার সব সরকারি হাসপাতেল চিকিৎসা পরিষেবা
  • আংশিক প্রভাব পড়েছে বেসরকারি হাসপাতালগুলিতেও

/ Updated: Jun 12 2019, 12:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এনআরএস হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের উপরে রোগীর পরিবারের হামলার অভিযোগে এ দিন গোটা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ। যার জেরে কলকাতা-সহ বিভিন্ন জেলায় থমকে গিয়েছে চিকিৎসা ব্যবস্থা। রাজ্যের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম-এও এ দিন সকাল থেকেই বন্ধ ছিল বহির্বিভাগ।

এমন কী, বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা অনেক রোগীকেও হাসপাতালে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। অনেকটা একই ছবি ছিল কলকাতার অন্যান্য হাসপাতালগুলিতে। এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল, মেডিক্যাল কলেজের মতো হাসপাতালগুলিতে। বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ঝুঁকি না নিয়ে ওপিডি বিভাগে রোগীদের আগাম অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে গিয়েছে।
 

পরিস্থিতি জটিল আকার ধারণ করায় নড়েচড়ে বসেছে নবান্নও। চিকিৎসকদের দাবি নিয়ে আলোচনা করতে নবান্ন বৈঠক করেন মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিব।