Nabanna festival: নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে পিলখুরি গ্রামে অসুস্থ শতাধিক

নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক। গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় গ্রামে পাঠানো হয় মেডিকেল টিম। পূববর্ধমানের দেওয়ানদিঘি থানার পিলখুরি গ্রামের ঘটনা। 
 

/ Updated: Dec 11 2021, 11:49 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক। গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় গ্রামে পাঠানো হয় মেডিকেল টিম। পূববর্ধমানের দেওয়ানদিঘি থানার পিলখুরি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার নবান্ন উৎসব ছিল। সেই উপলক্ষে শতাধিক মানুষের সমাগম হয় গ্রামে। গ্রামের মনসা মন্দিরে নবান্নের পুজোর পর সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এরপর থেকেই একে একে ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় শতাধিক গ্রামবাসী অসুস্থ হতে শুরু করে। পূর্ববর্ধমান জেলাপরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানান,অসুস্থতার খবর আসতেই দ্রুত ব্যবস্থা গ্রহন করা হয়।গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়। গ্রামে যান প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ১২ জন বর্ধমান হাসপাতালে ভর্তি আছেন তাদের  চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।