বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম দক্ষিণ দিনাজপুরের একাধিক গ্রাম, ঘুম উড়েছে গ্রামবাসীদের

  • বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ দিনাজপুরের একাধিক গ্রাম
  • আশ্রয় হারিয়েছেন সেখানকার বহু গ্রামবাসী
  • নদীর পাশেই ভাঙা বাঁধের উপরে দিন কাটছে এখন তাদের
  • এক নজরে দেখ নিন কি ভাবে এখন দিন কাটছে তাদের  
/ Updated: Oct 01 2020, 10:54 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক'দিনের টানা বৃষ্টির পর মঙ্গলবার বাঁধ ভেঙে যায় দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী, পুনর্ভবা এবং টাঙ্গন নদীর। আর সেই জলেই এখন প্লাবিত সেখানকার একাধিক গ্রাম। যা আশ্রয় কেড়েছে সেখানকার বহু গ্রামবাসীর। প্রাণ বাঁচিয়ে বাড়ি ছেড়ে এসে নদীর পাশেই ভাঙা বাঁধের উপরে দিন কাটছে এখন তাদের। ঘর নেই তাই পলিথিন টাঙিয়েই চলছে দিন যাপন। তবে এই আশ্রয় নিয়েও তাঁরা এখন চিন্তিত, কারণ যেকোনও মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে তাদের এখনকার আর্শয়ও। গ্রামবাসীদের অভিযোগ সেখানে এখনও দেখা মেলেনি কোনও সরকারি আধিকারিকদের। সরকারের পক্ষ থেকে কোনওরকম সাহায্যই পাচ্ছেননা তারা। আর তাই চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে এখন তাদের। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এখনও অবধি ৬১টি সরকারি শেল্টার তৈরী করা হয়েছে। এবং  এখনও অবধি ৩১০৫ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।