মুরগি চুরির শাস্তি, ১২ ফুটের পাইথনকে বাধা হল দড়িতে

দড়ি দিয়ে বেধে রাখা হল ১২ ফুট লম্বা পাইথন। গ্রামবাসীদের দাবি, ধান খেতে ঢুকে মুরগি সাবাড় করত পাইথন। এদিন হাতেনাতে ধরা পড়ায় গ্রামবাসীরাই বেধে রাখে পাইথনকে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। 

/ Updated: Dec 30 2019, 05:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দড়ি দিয়ে বেধে রাখা হল ১২ ফুট লম্বা পাইথন। গ্রামবাসীদের দাবি, ধান খেতে ঢুকে মুরগি সাবাড় করত পাইথন। এদিন হাতেনাতে ধরা পড়ায় গ্রামবাসীরাই বেধে রাখে পাইথনকে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। পাইথন ঘিরে উত্তেজনা তৈরি হয় জলপাইগুড়ির ধূপগুড়ি দেওমালি এলাকায়। বেশ কিছুদিন ধরেই গ্রামের মুরগি,হাস নিখোঁজ হয়ে যাচ্ছিল বলে দাবি গ্রামবাসীদের । গ্রামের মানুষের ধারণা হয়েছিল, কোনও গ্রামবাসীই মেরে খেয়ে ফেলছে ওই মুরগি।  চুরি করে মুরগি বেচে দেওয়ারও আশঙ্কা করেছিলেন অনেকে।  শনিবার বিকেল বেলা আচমকাই দেওয়ালি এলাকায়  শেখ সাহাবুদ্দিন ধান ক্ষেতের মধ্যে মুরগির আওয়াজ শুনতে পান। ধান ক্ষেতে গেলে তিনি দেখতে পান কুন্ডলী পাকিয়ে  রয়েছে এক বিশাল আকার পাইথন। পরে সাহস করে গ্রামবাসীরা পাইথনটিকে লাঠির সাহায্যে ধরে একটি খুঁটির সাথে বেধে রাখেন। খবর দেওয়া হয় সোনাখালি বিটের বনকর্মীদের । খবর পেয়ে পরিবেশপ্রেমীরা গিয়ে সাপটিকে দড়ির বাঁধন মুক্ত করে এবং বস্তাবন্দি করে । পরে পাইথনটিকে তুলে দেওয়া হয় বনকর্মীদের হাতে।