জল খাচ্ছে পাথরের ষাঁড়, পুরুলিয়ার শিব মন্দিরে নাকি 'দৈব মহিমা' দেখুন ভিডিও
- পাথরের ষাঁড় জল খাচ্ছে বলে দাবি
- পুরুলিয়া শহরের একটি শিব মন্দিরের ঘটনা
- জল খাওয়াতে ভিড় মন্দিরে
- দাবি মানতে নারাজ বিজ্ঞান মঞ্চ
শিব মন্দিরে থাকা পাথরের ষাঁড়ের মূর্তি জল খাচ্ছে। এই খবর চাউর হতেই মন্দিরে জমতে শুরু করল ভিড়। শ্রাবণ মাসে পাথরের ষাঁড়ের জলপান অত্যন্ত শুভ বলেই মনে মত পুণ্যার্থীদের। পুণ্যার্জনে তাই সবাই চান ষাঁড়কে জল খাওয়াতে। পুরুলিয়া শহরের পুরনো পুলিশ লাইনের সামনে একটি শিব মন্দিরে এই ঘটনাকে ঘিরেই শনিবার সকাল থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে। শ্রাবণ মাসে এমনিতেই উপোস করে শিবের মাথায় জল ঢালেন অনেকে। ষাঁড়ের জলপানের মধ্যে তাই দৈব মহিমা খুঁজে পেয়েছেন ভক্তরা। ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ বা প্রবীণ নাগরিক, ষাঁড়কে জল পান করাতে ভিড় জমিয়েছিলেন সবাই।
যদিও বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন, ‘এই ঘটনার পিছনে কোনও দৈব মহিমা নেই। বাস্তবে ওই পাথরের ষাঁড়ের মুখের সামনে চামচ করে দেওয়া জল অন্যভাবে বেরিয়ে যাচ্ছে। এটা বৈজ্ঞানিক ভাষায় পৃষ্ঠটান সান্দ্রতা বলে। এটা আর কিছুই না।’ বিজ্ঞান মঞ্চ যাই বলুক না কেন, তাতে ষাঁড়কে জল খাওয়ানোয় উৎসাহী মানুষের ভিড় কমেনি।