চামচ ধরলেই উধাও দুধ, বীরভূমের মন্দিরে মহাদেবের 'মহিমা', দেখুন ভিডিও
- এবার পাথরের ষাঁড় দুধ খাচ্ছে বলে দাবি
- দৈব মহিমা দেখতে ভক্তদের ভিড়
- বীরভূমের তিনটি মন্দিরে ভক্তদের ঢল
শ্রাবণ মাসে এমনিতেই শিব মন্দিরগুলিতে ভিড়। সোমবারে সেই ভিড় আরও বাড়ে। তার মধ্যেই পুরুলিয়ার পরে এবার বীরভূম জেলাতেও বিভিন্ন মন্দিরে দৈবমহিমা দেখে অবাক অনেকেই। ভক্তদের দাবি, শিব লিঙ্গের সঙ্গে থাকা পাথরের ষাঁড় বা নন্দী মহারাজ দুধ খাচ্ছে। বীরভূমের মুরারই থানার বাহাদুরপুর গ্রামের একটি মন্দিরে এমন ঘটনা দেখতে ভিড় উপচে পড়েছে ভক্তদের। আবার বোলপুর শহরেও দু'টি মন্দিরে এই নন্দী মহারাজের দুধপান ভক্তপ্রাণ মানুষকে চমকে দিয়েছে। এই দৃশ্য দেখতে ভক্তদের ঢল নামে মন্দিরগুলিতে। চামচ করে অনেকেই দুধ খাওয়াচ্ছেন পাথরের ষাঁড়কে। তাঁদের দাবি, নন্দী মহারাজের মুখের সামনে চামচ ধরলে কয়েক মুহূর্তেই উধাও হয়ে যাচ্ছে দুধ।
এর আগে পুরুলিয়াতেও শিব মন্দিরের পাথরের ষাঁড় জল খাচ্ছে বলে রটে গিয়েছিল। বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি ছিল, এর পিছনে কোনও দৈব মহিমা নেই। বিজ্ঞানের ভাষায় একে পৃষ্ঠটান সান্দ্রতা বলে।