Plastic carry bags confiscated- পলিথিনের ক্যারিব্যাগের ব্যবহার রুখতে অভিযান ঘিরে ধুন্ধুমার

পলিথিনের ক্যারিব্যাগের (Plastic carry bags) ব্যবহার রুখতে অভিযান। পুরসভা-পুলিশের (Municipality) যৌথ উদ্যোগে ক্যারিব্যাগ উদ্ধার অভিযান। রায়গঞ্জের (Raiganj) মোহনবাটি বাজারে (Market) চলে অভিযান। দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত হয়। এই ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় সেখানে। ধস্তাধস্তি শুরু হয় পুলিশের (Police) আধিকারিকদের সঙ্গে। পুরপিতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, সোমবার সকালে রায়গঞ্জের মোহনবাটি (Mohanbati) বাজারে হানা দেয় পুরসভা ও পুলিশের যৌথ বাহিনী। সেখানে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে পুর প্রশাসন। সেই সঙ্গে কিছু আর্থিক জরিমানাও করা হয়। বাজারে এক সবজি বিক্রেতার কাছে নিষিদ্ধ ক্যারিব্যাগ পাওয়ার পর তার সাথে প্রথমে বচসা বাধে অভিযানকারী দলের। মুহুর্তের মধ্যেই ধস্তাধস্তি এবং হাতাহাতি। প্রকাশ্যেই ওই সবজি বিক্রেতাকে মারধর করার অভিযোগ অভিযানকারী দলের কয়েকজনের বিরুদ্ধে। পরে পুরপিতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

/ Updated: Nov 01 2021, 06:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পলিথিনের ক্যারিব্যাগের (Plastic carry bags) ব্যবহার রুখতে অভিযান। পুরসভা-পুলিশের (Municipality) যৌথ উদ্যোগে ক্যারিব্যাগ উদ্ধার অভিযান। রায়গঞ্জের (Raiganj) মোহনবাটি বাজারে (Market) চলে অভিযান। দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত হয়। এই ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় সেখানে। ধস্তাধস্তি শুরু হয় পুলিশের (Police) আধিকারিকদের সঙ্গে। পুরপিতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, সোমবার সকালে রায়গঞ্জের মোহনবাটি (Mohanbati) বাজারে হানা দেয় পুরসভা ও পুলিশের যৌথ বাহিনী। সেখানে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে পুর প্রশাসন। সেই সঙ্গে কিছু আর্থিক জরিমানাও করা হয়। বাজারে এক সবজি বিক্রেতার কাছে নিষিদ্ধ ক্যারিব্যাগ পাওয়ার পর তার সাথে প্রথমে বচসা বাধে অভিযানকারী দলের। মুহুর্তের মধ্যেই ধস্তাধস্তি এবং হাতাহাতি। প্রকাশ্যেই ওই সবজি বিক্রেতাকে মারধর করার অভিযোগ অভিযানকারী দলের কয়েকজনের বিরুদ্ধে। পরে পুরপিতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।