বলের মতো ড্রপ খাচ্ছে ভাতের দলা, প্লাস্টিক চালের আতঙ্ক ভাইরাল, দেখুন ভিডিও

  • বাংলায় ফিরল প্লাস্টিক চালের আতঙ্ক
  • সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে একাধিক ভিডিও-তে
  • বলের মতো লাফাচ্ছে ভাতের দলা

/ Updated: Nov 27 2019, 06:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যে ফের প্লাস্টিক চালের আতঙ্ক। উত্তর চব্বিশ পরগণা, হাওড়ার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে এই আতঙ্ক ছড়িয়েছে। প্লাস্টিক চালের ভাত রান্না করে দলা পাকিয়ে মাটি বা মেঝেতে ফেললে তা বলের মতো ড্রপ খাচ্ছে বলেও অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এমন একাধিক ভিডিও ছড়িয়েছে। এমনই একটি ভিডিও পোস্ট করেছেন হাওড়া ব্যাতর এলাকার এক বাসিন্দা। তাঁরও অভিযোগ, স্থানীয় বাজার থেকে যে চাল তিনি কিনেছেন, তা আসলে প্লাস্টিকের। যে ভাত খেয়ে শারীরিক সমস্যা হচ্ছে তাঁর। উত্তর চব্বিশ পরগণার ঘোলাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। সেখানে বেশ কিছু বাজারে প্রশাসনের পক্ষ থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করে তাতে কোনও ক্ষতিকারক উপাদান বা প্লাস্টিকের প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।