পর পর টোটো ভাঙছে পুলিশ, নিয়মভঙ্গে আজব শাস্তি বর্ধমানে, দেখুন ভিডিও

  • বর্ধমান শহরে টোটো নিয়ন্ত্রণে কড়া পুলিশ
  • নিয়ম ভাঙলেই টোটো ভেঙে দিচ্ছেন পুলিশকর্মীরা
  • পুলিশের পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন
     

/ Updated: Nov 17 2019, 06:52 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


ট্রাফিক নিয়ম কার্যকর করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বর্ধমান শহরে। বর্ধমানের কার্জন গেট সংলগ্ন জি টি রোড বরাবর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টোটো চলাচল নিষিদ্ধ। কিন্তু নিয়ম ভেঙে অনেক টোটোই ওই পথে ঢুকে পড়ে। যার ফলে জি টি রোডের উপরে যানজট তৈরি হয়। 

টোটোদের বেনিয়ম ভাঙতে কয়েকদিন ধরেই অভিযানে নেমেছে পুলিশ। নিয়মভঙ্গ করা টোটোগুলিকে শাস্তি দিতে পুলিশ যে পথ বেছেছে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। জরিমানা বা টোটো বাজেয়াপ্ত না করে লাঠির আঘাতে টোটোগুলিকে ভেঙে দিচ্ছে পুলিশ। টোটো চালকরা অনুরোধ করলেও তাতে কান দিচ্ছেন না পুলিশকর্মীরা। বেশ কয়েকদিন ধরেই এই অভিযান চলছে। নিয়ম ভাঙলে কেন টোটোগুলিকে বাজেয়াপ্ত বা জরিমানা না করে এভাবে ভাঙা হচ্ছে, এই প্রশ্ন তুলে শহরের বাসিন্দারাই পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন।