লাঠিচার্জ, জল কামান, কাঁদানে গ্যাস, বিজেপি-র অভিযানে রণক্ষেত্র কলকাতা, দেখুন ভিডিও

  • সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে লালবাজার অভিযানে বিজেপি
  • বিজেপি সমর্থকদের আটকাতে লাঠিচার্জ পুলিশের
  • ব্যবহার করা হয় জল কামান, কাঁদানে গ্যাস
  • সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে অবরোধে বিজেপি

/ Updated: Jun 12 2019, 04:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে বিজেপি-র লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড কলকাতায়। বিজেপি-র কর্মী সমর্থকদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেষ। জল কামান ব্যবহার করেও বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। পাল্টা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা, কর্মী অসুস্থ হয়ে পড়েন। ঘটনার জেরে গোটা উত্তর এবং মধ্য কলকাতা স্তব্ধ হয়ে যায়। শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে যাওয়ার পথও কার্যত স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বেলা আড়াইটে নাগাদ লালবাজার অভিযান সমাপ্ত করে বিজেপি। তার পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। 

এ দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মূল মিছিলে অংশ নেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, রাহুল সিংহের মতো নেতারা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বাংলার মায়েদের কোল খালি হচ্ছে, আর মুখ্যমন্ত্রী মূর্তি প্রেম দেখাচ্ছেন। সন্দেশখালি কাণ্ডের সিবিআই তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক।"