শুভেন্দু অধিকারীর নামে পোষ্টার, বিজেপির বিক্ষোভে পোস্টার ছিঁড়ল পুলিশ
গতকাল খড়দহ থানা চত্বরে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পরে, চোর চোর চোরটা ও সিবিআই তদন্ত চাই বলে পোস্টার পরে, এই নিয়ে বিজেপি বিক্ষোভ দেখায়
শুভেন্দু অধিকারীর নামে খড়দহ থানা চত্বরে পোষ্টার পরে | চোর চোর চোরটা ও সিবিআই তদন্ত চাই বলে পোস্টার পরে | পোস্টার লাগানো কে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয় | বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে উঠে এই পোস্টারকে ঘিরে | এই পোস্টার কেন্দ্র করে খরদহ থানায় বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা | অভিযোগ পত্রও জমা দেওয়া হয় বিজেপির তরফ থেকে | বিজেপির বিক্ষোভের জেরে পোস্টার ছিঁড়ে ফেলে দেয় পুলিশ
Read more Articles on