Asianet News BanglaAsianet News Bangla

বাজি ফাটানোয় বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, দেখে নিন ভিডিও

  • এবার কালী পুজোয় বাজি নিষিদ্ধ
  • করোনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানায় হাইকোর্ট
  • আর সেই বাজিই ফাটানো হচ্ছিল বেলুড়ের একটি আবাসনে  
  • যা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশকর্মীরাই
     
Nov 13, 2020, 7:25 PM IST

করোনা মানুষের জীবণ থেকে একে একে যেন সব আনন্দই প্রায় কেড়ে নিচ্ছে। করোনা দাপটে এবার দুর্গাপুজো তেমনভাবে কেওই উপভোগ করতে পারেনি। একরকম মনখারান নিয়েই এবার সবার দুর্গা পুজো কেটেছে। এবার কালী পুজোতেও সেই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে করোনা। দীপাবলি মানেই আতসবাজি, আর তাতেই এবার নিষেধাজ্ঞা। আর সেই কারণে মনখারাপ অনেকেরই। তবে এই মনখারাপের মাঝেই এ যেন এক নতুনত্ব আনন্দ। করোনার কথা ভেবে মুখে থাকবে মাস্ক আর তাতেই জ্বলবে লাইট আর সেই সঙ্গেই নতুনত্ব এই স্টাইল যে সবার নজর কাড়বে তা বলাই বহুল্য।

Video Top Stories