Fire incident in Howrah- বিধ্বংসী আগুনের গ্রাসে ভস্মীভূত হাওড়ার চিপস তৈরির কারখানা

কালীপুজোর আগের দিন ভয়াবহ অগ্নিকান্ড (Fire incident)। বুধবার বেলা বারোটা নাগাদ চিপস তৈরির কারখানায় আগুন লাগে। হাওড়ার (Howrah) আলমপুরের নিউ করোলা অঞ্চল এলাকায় একটি চিপসের কারখানায় (Factory) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায় কারখানা লোকেরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়িটি ইঞ্জিন। আশেপাশের এলাকায় সেভাবে কোন পুকুর না থাকায় রাস্তার ধারে নয়নজুলি থেকে জল তুলে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। একই সঙ্গে কয়েক হাজার স্কয়ার ফিটের এই কারখানার আগুন নেভানোর জন্য জেসিবি এনে ভাঙ্গা হয় কারখানার চতুর্দিকের পাঁচিল। স্থানীয় মানুষের অভিযোগ এত বড় আগুন লাগা সত্ত্বেও প্রাথমিক পর্যায় দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে আসে, প্রথমেই যদি অধিক গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছাত তাহলে অনেকক্ষণ আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হত। প্রায় সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, কারখানায় কাজ চলাকালীন ওয়েল্ডিং এর ফুলকি থেকেই আগুন লাগে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনও জানা সম্ভব হয়নি। ঘটনায় হতাহতেরও কোনও খবর মেলেনি।

/ Updated: Nov 03 2021, 08:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কালীপুজোর আগের দিন ভয়াবহ অগ্নিকান্ড (Fire incident)। বুধবার বেলা বারোটা নাগাদ চিপস তৈরির কারখানায় আগুন লাগে। হাওড়ার (Howrah) আলমপুরের নিউ করোলা অঞ্চল এলাকায় একটি চিপসের কারখানায় (Factory) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায় কারখানা লোকেরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়িটি ইঞ্জিন। আশেপাশের এলাকায় সেভাবে কোন পুকুর না থাকায় রাস্তার ধারে নয়নজুলি থেকে জল তুলে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। একই সঙ্গে কয়েক হাজার স্কয়ার ফিটের এই কারখানার আগুন নেভানোর জন্য জেসিবি এনে ভাঙ্গা হয় কারখানার চতুর্দিকের পাঁচিল। স্থানীয় মানুষের অভিযোগ এত বড় আগুন লাগা সত্ত্বেও প্রাথমিক পর্যায় দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে আসে, প্রথমেই যদি অধিক গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছাত তাহলে অনেকক্ষণ আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হত। প্রায় সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, কারখানায় কাজ চলাকালীন ওয়েল্ডিং এর ফুলকি থেকেই আগুন লাগে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনও জানা সম্ভব হয়নি। ঘটনায় হতাহতেরও কোনও খবর মেলেনি।