Preparion for vote counting- রাত পোহালেই ভোট গণনা, গোসাবায় প্রস্তুতি তুঙ্গে

৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে ছিল উপ-নির্বাচন। এদিন ভোট ছিল গোসাবা, খড়দহ, শান্তিপুর এবং দিনহাটায়। করোনা বিধি মেনেই ভোট এদিন। মঙ্গলবার এই চার কেন্দ্রেই রয়েছে ভোট গণনা (Vote counting)। রাত পোহালেই ভোট গণনা শুরু হয়ে যাবে গোসাবা (Gosaba) বিধনসভা কেন্দ্রে। ভোট গণনা হবে ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে। ইতিমধ্যেই সেখানে স্ট্রংরুম তৈরি করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও। ক্যানিংয়ের আইসি ও এস ডি পিও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সোমবার। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে গোসাবার তৃণমূল প্রার্থী হয়েছিলেন জয়ন্ত নস্কর। নির্বাচনে জয়ীও হন তিনি। তবে করোনা আক্রান্ত হয়ে প্রবীণ নেতার মৃত্যু হয়। তাঁর মৃত্য়ুর পরেই এই কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। এরপর ভবানীপুরে উপনির্বাচনের ফলঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গোসাবার সাম্ভাব্য দুই প্রার্থীর নাম। এরপরের দিনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, গোসাবার প্রার্থী হবেন সুব্রত মণ্ডল। অন্যদিকে, গোসাবার বিজেপির প্রার্থী পলাশ রানার। মঙ্গলবার ভোটের ফলের দিকেই তাকিয়ে রয়েছে এখন সকলে। 


 

/ Updated: Nov 01 2021, 08:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে ছিল উপ-নির্বাচন। এদিন ভোট ছিল গোসাবা, খড়দহ, শান্তিপুর এবং দিনহাটায়। করোনা বিধি মেনেই ভোট এদিন। মঙ্গলবার এই চার কেন্দ্রেই রয়েছে ভোট গণনা (Vote counting)। রাত পোহালেই ভোট গণনা শুরু হয়ে যাবে গোসাবা (Gosaba) বিধনসভা কেন্দ্রে। ভোট গণনা হবে ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে। ইতিমধ্যেই সেখানে স্ট্রংরুম তৈরি করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও। ক্যানিংয়ের আইসি ও এস ডি পিও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সোমবার। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে গোসাবার তৃণমূল প্রার্থী হয়েছিলেন জয়ন্ত নস্কর। নির্বাচনে জয়ীও হন তিনি। তবে করোনা আক্রান্ত হয়ে প্রবীণ নেতার মৃত্যু হয়। তাঁর মৃত্য়ুর পরেই এই কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। এরপর ভবানীপুরে উপনির্বাচনের ফলঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গোসাবার সাম্ভাব্য দুই প্রার্থীর নাম। এরপরের দিনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, গোসাবার প্রার্থী হবেন সুব্রত মণ্ডল। অন্যদিকে, গোসাবার বিজেপির প্রার্থী পলাশ রানার। মঙ্গলবার ভোটের ফলের দিকেই তাকিয়ে রয়েছে এখন সকলে।