Municiaplity Election: নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রস্তুতি শুরু শিলিগুড়িতে
২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট রয়েছে। সোমবারই ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণা গতেই শুরু প্রস্তুতি। শিলিগুড়িতে শুরু হয়েছে দেওয়াল লিখন।
শিলিগুড়ি পুর নিগমের নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা হতেই প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল গুলি। প্রার্থীকে তালিকা প্রকাশ না হলেও দলকে জেতাতে কোন রকম ত্রুটি রাখতে চাইছেনা কর্মীরা। শিলিগুড়ির ১৫নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল শুরু করল বিজেপি উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশাল বাড়ীর বিধায়ক আনন্দময় বর্মন, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ দলীয় কর্মী ও সমর্থকেরা। শঙ্কর ঘোষ বলেন ভারত বর্ষের ইতিহাসে এই প্রথম কোন বিঞ্জপ্তি ছাড়া নির্বাচনের দিন ঘোষনা করল নির্বাচন কমিশন। বিঞ্জপ্তি বিহীন এই নির্বাচনের প্রচার আমার শুরু করলাম। ভারতীয় জনতা পার্টি যে কোন নির্বাচনের জন্য প্রস্তুুত ছিল। কম সময় প্রসঙ্গে তিনি বলেন বোর্ড গঠন করার জন্য যে পরিস্থিতির প্রয়োজন আমাদের দল সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি রয়েছে। আমরা শিলিগুড়ি পুর নিগমের বোর্ড গড়বো সেটা নিশ্চিত সেই লক্ষ্যে আমরা প্রচার শুরু করেছি।