করোনা বিধি মেনে খুলল ছোটদের স্কুল
এতদিন পড়ে স্কুল খোলায় খুশির মেজাজে খুদে পড়ুয়ারা। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জের পার্বতীদেবী প্রাথমিক বিদ্যালয়ে। করোনা বিধি মেনেই খুলেছে স্কুল। স্কুলের সমস্ত পড়ুয়াদের মুখেই দেখা গেল মাস্ক। এদিন স্কুলে আগত সমস্ত পড়ুয়াকে স্যানিটাইজ করা হয়।
এতদিন পড়ে স্কুল খোলায় খুশির মেজাজে খুদে পড়ুয়ারা। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জের পার্বতীদেবী প্রাথমিক বিদ্যালয়ে। করোনা বিধি মেনেই খুলেছে স্কুল। স্কুলের সমস্ত পড়ুয়াদের মুখেই দেখা গেল মাস্ক। এদিন স্কুলে আগত সমস্ত পড়ুয়াকে স্যানিটাইজ করা হয়। এতদিন পর পড়ুয়াদের দেখে খুশি শিক্ষকরাও। 'এতদিন পর আজকে সত্যিকারের স্কুলে এসেছি মনে হচ্ছে'-সরকারি নির্দেশিকা অনুসারে এদিন স্কুলে এসে ক্লাশরুমে বসেই সরল স্বীকারোক্তি এক ক্ষুদে পড়ুয়ার। সরকারি নির্দেশ অনুযায়ী এদিন থেকে রাজ্যের সমস্ত স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু হয়েছে। রায়গঞ্জ শহরের সেবকপল্লী এলাকায় পার্বতীদেবী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেলো কোভিড পরিস্থিতির শিকার হয়ে দীর্ঘদিন দেখতে না পাওয়া পুরানো সেই ছবি। নির্দিষ্ট সময়ের আগেই ছাত্রছাত্রীরা স্কুলে এসে হাজির।মাস্ক পড়া বাধ্যতামূলক। ছাত্রছাত্রীদের হাত স্যানিটাইজড করিয়ে প্রার্থনার লাইনে দাড় করানো হয়। এরপরই লাইন করে ছাত্রছাত্রীদের ক্লাশরুমে নিয়ে যাওয়া হয়।ক্লাশরুমে প্রায় দীর্ঘ ২ বছর পর বসেই ছাত্রছাত্রীদের মনে হচ্ছে এবার সত্যিকারের স্কুল শুরু হয়েছে।