কাবু করতে পারেনি দৃষ্টিহীনতা, মানুষ গড়ার কারিগর অমিত স্যারের হাতে উঠছে শিক্ষারত্ন পুরস্কার
- ২০১৯-এর শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন অধ্যাপক অমিত ভট্টাচার্য্য
- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান তিনি
- বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেবেন তাঁর হাতে
- দৃষ্টিশক্তিহীনতা তাঁর চলার পথে অন্তরায় হয়ে উঠতে পারেনি কখনও
২০১৯-এর শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন অধ্যাপক অমিত ভট্টাচার্য্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেবেন তাঁর হাতে। দৃষ্টিশক্তিহীনতা তাঁর চলার পথে অন্তরায় হয়ে উঠতে পারেনি কখনও। ২০০৮ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ। আর তখন থেকেই নিরলস প্রচেষ্টা, পরিশ্রমে তিনি মানুষ গড়ার কাজ করে চলেছেন। অধ্যাপক অমিত ভট্টাচার্য্যের শিক্ষারত্ন সম্মান পাওয়ার খবরে তাই খুশি এবং গর্বিত তাঁর ছাত্রছাত্রীরা।