রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তার মাঝে উনুন জ্বেলে চলল রান্না

  • রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
  • তারই প্রতিবাদে রাস্তায় ফের মহিলারা
  • রাস্তার মাঝে উনুন জ্বেলে চলল প্রতিবাদ
  • রায়গঞ্জ ব্লকের মহারাজাতে দেখা গেল এমই ছবি
/ Updated: Mar 04 2021, 08:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে এবার রাস্তায় উনুন জ্বালিয়ে তৃণমূলের অভিনব প্রতিবাদ। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার রায়গঞ্জ ব্লকের মহারাজাতে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। কর্মসূচীতে মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভানেত্রী পম্পা সরকার সহ গ্রামের অসংখ্য মহিলারাও এই প্রতিবাদ কর্মসূচীতে শামিল হন। রান্নার জ্বালানির দাম  বৃদ্ধিতে উনুন জ্বালিয়ে রান্না করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি পম্পা সরকার সহ অন্যান্য সদস্যরা । পাশে গ্যাসের সিলেন্ডার উল্টো করে রেখে চলে প্রতিবাদ। আন্দোলনকারীদের দাবি, গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে সেই সঙ্গেই কমেছে ভর্তুকির পরিমাণ। অতিমারির এই বছরে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। ফলে রান্না ঘরে ঢুকতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ । তাই রাস্তার ওপর কাঠের উনুন জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন তাঁরা।