কলকাতার থেকেও পুরনো রায়গঞ্জের কার্নিভাল, দুর্গার বদলে আকর্ষণ লক্ষ্মী, দেখুন ভিডিও

  • রায়গঞ্জে লক্ষ্মী পুজোর কার্নিভাল
  • কার্নিভালে পুরস্কৃত করা হয় সেরা লক্ষ্মী প্রতিমাগুলিকে
     

/ Updated: Oct 17 2019, 04:01 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চার বছর ধরে কলকাতায় আয়োজন করা হচ্ছে দুর্গা  পুজো কার্নিভালের। কিন্তু গত প্রায় দশ বছর ধরে অনেকটা একই কায়দায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আয়োজন করা হচ্ছে লক্ষ্মী পুজোর শোভাযাত্রা এবং প্রতিযোগিতা। যা কার্যত কার্নিভালেরই চেহারা নেয়। যেখানে গৃহস্থ বাড়ি এবং বারোয়ারি পুজোর বিভিন্ন প্রতিমাকে এক জায়গায় নিয়ে এসে প্রতিযোগিতা হয়।

কোন প্রতিমা কত সুন্দর, তার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয় প্রতিমাগুলিকে। রায়গঞ্জ শহর থেকে ছ' কিলোমিটার দূরে বাহিন গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারি হাটথোলায় এই মিলনমেলা বসে। লক্ষ্মী প্রতিমার প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সঙ্গে মেলা থেকে চলে কেনাকাটা এবং খাওয়াদাওয়া।