হাবড়ায় উদ্ধার অজগর, ১০-১২ ফুটের অজগর টিকে উদ্ধার করা হয় বাঁশ বাগান থেকে
১০-১২ ফুটের অজগর উদ্ধার হয় হাবড়ার নারায়ণকাটি এলাকার বাঁশ বাগান থেকে, এর পর বনদফতরে খবর দিলে পাইথনটিকে উদ্ধার নিয়ে যায় তারা
একটি ১০-১২ ফুটের অজগর উদ্ধার হয় হাবড়ায় | হাবড়ার নারায়ণকাটি এলাকার বাঁশ বাগান থেকে উদ্ধার করা হয় অজগর টিকে | কয়েকজন যুবক সাহসিকতার সাথে সাপটিকে ধরে | অজগরটি দেখার জন্য গ্রামে রীতিমত মানুযের ঢল নামে | এর পর বনদফতরে খবর দিলে পাইথনটিকে উদ্ধার নিয়ে যায় তারা |