'চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ', রবীন্দ্রজয়ন্তীতে কবির গান আর কবিতায় স্মরণ রবীন্দ্রনাথ ঠাকুরকে

গান আর কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে রাজ্যজুড়ে। ছোটবড় নানান অনুষ্ঠানের মাধ্যমে ২৫ বৈশাখ কবিগুরুতে শ্রদ্ধা জানান হয়। এই বিশেষ বিশেষ দিনে কবিগুরুর লেখা গান আর কবিতায় স্মরণ করা হয় তাঁকে। 

/ Updated: May 09 2022, 12:59 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গান আর কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে রাজ্যজুড়ে। ছোটবড় নানান অনুষ্ঠানের মাধ্যমে ২৫ বৈশাখ কবিগুরুতে শ্রদ্ধা জানান হয়। এই বিশেষ বিশেষ দিনে কবিগুরুর লেখা গান আর কবিতায় স্মরণ করা হয় তাঁকে। চলতি বছর রাজ্যে বিশ্বকবির ১৬১ তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠান চলছে। পশ্চিমবঙ্গ সরকার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভরই চলে স্মরণ করা হয় বিশ্বকবিকে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত অত্যান্ত জাঁকজমকের সঙ্গে এই দিনটি পালন করা হয়। কথায় রয়েছে বাঙালীর জীবনে সবকিছুর সঙ্গে কোনও না  কোনও ভাবে জড়িয়ে রয়েছে রবি ঠাকুর।  সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি অনুষ্ঠানও হয়। এই রাজ্যের সঙ্গে দেশেই একাধিক অনুষ্ঠান হয়। নোবেল জয়ী বিশ্বকবিকে এই দিনে স্মরণ করে বিদেশের মানুষও। কারণ তিনি শুধুই যে আমাদের কবি তা নয়। তিনিতো বিশ্বের কবি।