স্বাধীনতা দিবসে খুন বিজেপি কর্মী, আন্দোলনে নামার হুঁশিয়ারি রাহুলের

  • স্বাধীনতা দিবসেও রেহাই নেই
  • পতাকা তুলতে গিয়ে খুন বিজেপি কর্মী
  • হামলায় গুরুতর আহত আরও একজন 
  • অভিযোগের তির তৃণমূলের দিকে
     
/ Updated: Aug 15 2020, 06:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্য়ে রাজনৈতিক হানাহানির বিরাম নেই স্বাধীনতা দিবসেও! পতাকা তুলে গিয়ে খুন হয়ে গেলেন বিজেপি কর্মী। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম দলের আরও একজন। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল হুগলির খানাকুল।

জানা গিয়েছে, মৃতের নাম সুদর্শন প্রামাণিক। শনিবার, স্বাধীনতা দিবসের সকালে খানাকুল দুই নম্বর ব্লকের দৌলতচক এলাকায় পতাকা তুলছিলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। তখন আচমকা একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন সুদর্শন-সহ দু'জন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে, সুদর্শন ওরফে সুদামকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আর একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এদিকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে শুরু হয়ে  যায় পথ অবরোধ। গেরুয়াশিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক খুন করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি জাতীয় সম্পাদক রাহুল সিনহা।