Asianet News BanglaAsianet News Bangla

শিক্ষক নিয়োগ নিয়ে হুমকি, রহস্যময় ব্যক্তির ভিডিও -র সিডি মিলল উত্তরদিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে

শিক্ষক নিয়োগ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রত্যাশিত বার্তা না দিলে তেরো হাজার সাতশ বাহান্ন প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। একটি ভিডিও-তে এই শাসানি দেওয়া হয়েছে। শনিবার সকালে একটি সিডি দপ্তরের বারান্দার পড়ে থাকতে দেখেন উত্তরদিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্তারা। সেই সিডি-র পাশে একটি ছোট্ট চিরকূটও ছিল। এই চিরকূটে লেখা ছিল- ভিডিওটি প্রতিটি চ্যানেল বা সব সংবাদমাধ্যমে অবিলম্বে প্রকাশ না করা হলে খুনের রক্তলীলা খেলা হবে। নিজেকে হিজবুল মুজাহিদিনের বেঙ্গল এরিয়ার কম্যান্ডার বলে দাবি করে একটি ভিডিও-তে এই শাসানি দেওয়া হয়। সিডি এবং তার সঙ্গে পাওয়া চিরকূট থানায় .জমা করেন উত্তর দিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। খবরটা পুলিশ সুপারের কানেও পৌঁছয়। পুলিশ আপাতত এই ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ভিডিওটি হিজবুলের নাম নিয়ে স্থানীয় কেউ করেছে। এখন পর্যন্ত এই ভিডিও-র কোনও সত্যতা সামনে আসেনি। অনুমান, শিক্ষক নিয়োগের টালবাহানা নিয়ে ক্ষিপ্ত কোও প্রার্থী এমনটা করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 
 

Jul 17, 2021, 10:29 PM IST

শিক্ষক নিয়োগ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রত্যাশিত বার্তা না দিলে তেরো হাজার সাতশ বাহান্ন প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। একটি ভিডিও-তে এই শাসানি দেওয়া হয়েছে। শনিবার সকালে একটি সিডি দপ্তরের বারান্দার পড়ে থাকতে দেখেন উত্তরদিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্তারা। সেই সিডি-র পাশে একটি ছোট্ট চিরকূটও ছিল। এই চিরকূটে লেখা ছিল- ভিডিওটি প্রতিটি চ্যানেল বা সব সংবাদমাধ্যমে অবিলম্বে প্রকাশ না করা হলে খুনের রক্তলীলা খেলা হবে। নিজেকে হিজবুল মুজাহিদিনের বেঙ্গল এরিয়ার কম্যান্ডার বলে দাবি করে একটি ভিডিও-তে এই শাসানি দেওয়া হয়। সিডি এবং তার সঙ্গে পাওয়া চিরকূট থানায় .জমা করেন উত্তর দিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। খবরটা পুলিশ সুপারের কানেও পৌঁছয়। পুলিশ আপাতত এই ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ভিডিওটি হিজবুলের নাম নিয়ে স্থানীয় কেউ করেছে। এখন পর্যন্ত এই ভিডিও-র কোনও সত্যতা সামনে আসেনি। অনুমান, শিক্ষক নিয়োগের টালবাহানা নিয়ে ক্ষিপ্ত কোও প্রার্থী এমনটা করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 
 

Video Top Stories