ফের জোড়াফুলে যোগ, তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে বিঁধলেন রাজীব
বিজেপি ছাড়লেন বিজেপির মন্ডল সভাপতি। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের মন্ডল সভাপতি ছিলেন রাজীব সেন। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন তিনি। রাজীব সেন-এর হাত ধরে আরও অনেকে তৃণমূলে যোগ দেন। দল ছেড়ে বিজেপিকে বিঁধতে ছাড়েননি রাজীব সেন।
বিজেপি ছাড়লেন বিজেপির মন্ডল সভাপতি। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের মন্ডল সভাপতি ছিলেন রাজীব সেন। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন তিনি। রাজীব সেন-এর হাত ধরে আরও অনেকে তৃণমূলে যোগ দেন। দল ছেড়ে বিজেপিকে বিঁধতে ছাড়েননি রাজীব সেন। সূত্রের খবর, বিজেপি এখন বাংলার জঞ্জাল পার্টি, তৃণমূলের পতাকা ধরে দাবি বিজেপির মন্ডল সভাপতি। সোমবার বাঁকুড়া তৃণমূল ভবনে তৃণমূল জেলা সভাপতির হাত ধরে তৃণমূলের পতাকা ধরলেন বাঁকুড়া জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের মন্ডল ২ সভাপতি রাজীব সেন। এদিন রাজীব বাবুর হাত ধরে প্রায় ৬০টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করেন। এদিন ঘাসফুলের পতাকা ধরে বিজেপির মন্ডল সভাপতি বলেন, দলের উর্ধ্বতন নেতৃত্বের অহমিকা, দাম্ভিকতা এবং নীচু তলার কর্মীদের সঙ্গে যোগযোগ না রাখায় কর্মীরা আজ বিজেপির প্রতি ভরসা রাখতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। আগামী দিনেও অনেকেই এইভাবেই তৃণমূলের ছত্রছায়ায় আশ্রয় নিতে চাইছেন বলে দাবি করেন তিনি।