চিটফান্ড মামলায় ধৃত রাজু সাহানি কে পেশ করা হল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে

চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিল হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি, তাকে এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হল 

/ Updated: Sep 03 2022, 09:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিল হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি | এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হল রাজু সাহানিকে | 'অনেক টাকা পাওয়া গেছে,চিটফান্ডের টাকা'- মন্তব্য সিবিআই আইনজীবীর | তিনি আরও জানান 'প্রভাবশালী একজন পুরসভার চেয়ারম্যান, তদন্ত প্রয়োজন' | রাজুর আইনজীবী অবশ্য বলেছেন ' আমার মক্কেল বড় ব্যবসায়ী, টাকা থাকতেই পারে, ইনকাম ট্যাক্স আসা উচিত ছিল' |