হুগলিতে রসগোল্লা উৎসব, দেখুন ভিডিও

  • জিআই স্বীকৃতির দ্বিতীয় বর্ষপূর্তি
  • হুগলিতে উৎসবে মাতলেন মিষ্টি ব্যবসায়ীরা
  • রাস্তা প্যান্ডেল বেঁধে চলল রসগোল্লা বিলি
  • বিনা পয়সায় মিষ্টি খেলেন বহু মানুষ
     
/ Updated: Nov 14 2019, 08:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি ছিল না ওড়িশা। দীর্ঘ আইনি লড়াইয়ে শেষে কিন্তু জয় হয় বাংলারই। ২০১৭ ১৪ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে বাংলাকেই রসগোল্লার উৎপত্তিস্থলের স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। বাংলার রসগোল্লাকে পায় জিআই স্বীকৃতি। সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে হুগলিতে রসগোল্লা উৎসব পালন করলেন জেলার মিষ্টি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে চুঁচুড়া শহরের ঘড়ির মোড়ে রীতিমতো প্যান্ডেল বানিয়ে চলল সাধারণ মানুষকে বিনা পয়সায় রসগোল্লা খাওয়ালেন মিষ্টি ব্যবসায়ীরা।  বৃহস্পতিবার একই ছবি দেখা যায় পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়ও।