ভান্ডার লুঠের পরই গুপ্তিপাড়ায় মাসির বাড়ি থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথদেব

  • মাহেশের পরই বাংলার অন্যতম প্রাচীন রথ গুপ্তিপাড়ার রথ
  • আনুমানিক ১৭৪৫ খ্রিস্টাব্দে শুরু হয় এই রথ
  • স্বামী পিতাম্বরানন্দ মহারাজ এই রথের প্রতিষ্ঠা করেন 
  • সেখানেই আজও জগন্নাথদেবের ভান্ডার লুঠ হয়
/ Updated: Jul 12 2021, 09:35 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাহেশের পরই বাংলার অন্যতম প্রাচীন রথ গুপ্তিপাড়ার রথ। আনুমানিক ১৭৪৫ খ্রিস্টাব্দে শুরু হয় এই রথ। স্বামী পিতাম্বরানন্দ মহারাজ এই রথের প্রতিষ্ঠা করেন। ঠাকুরের স্বপ্নাদেশের পরেই ১৩ চূড়া বিশিষ্ট এই রথ শুরু হয়। এখানে উল্টোরথের আগের দিন হয় ভান্ডার লুঠ। ভান্ডারে থাকে ১০৮ রকমের নিরামিষ পদ। সেই সমস্ত পদ লুঠের পরই বাড়ি ফিরে যান জগন্নাথদেব। প্রাচীন মতে বলা হয় জগন্নাথদেব মাসির বাড়িতে এসে এত খাবারের আয়োজন দেখে কিছুতেই বাড়ি ফিরতে চান না। তাই প্রথমে সর্ষে পোড়ানো হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় দেখে ঠিক করা হয় ভান্ডার লুঠ করা হবে।