'এতবড় দল ভুল বোঝাবুঝি হয়', প্রার্থী তলিকা প্রসঙ্গে বললেন পার্থ
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই চলছে তৃণমূলের বিক্ষোভ। প্রার্থী তালিকা প্রসঙ্গে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। 'এতবড় দল ভুল বোঝাবুঝি হয়', প্রার্থী তলিকা প্রসঙ্গে বললেন পার্থ। শোভনদেব চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তণমূলের পাশে থাকার কথাও বললেন পার্থ চট্টোপাধ্যায়।
'এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। এতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়।' পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রার্থী তালিকা নিয়ে শাসকদলে নজিরবিহীন বিক্ষোভ। কোথাও প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, তো কোথাও প্রার্থীপদ বাতিলের দাবিতে জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ, কোথাও আবার দল পরিবর্তনের হিড়িক পড়তে দেখা গিয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব মেদিনীপুর- রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে ক্ষোভের আঁচ। এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিক বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। এত বড় একটা নির্বাচন সেই নির্বাচনে বিধানসভা নির্বাচনের মতো সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে চাইছেন তৃণমূলের যে জনপ্রিয়তা যার জন্য সাধারণ মানুষের মধ্যে আশা বেড়েছে কিন্তু প্রার্থী তো একজনই হবে প্রার্থী সবাইকে করা সম্ভব হয় না তাই কোথাও কোথাও অসন্তোষ রয়েছে, এমনটাই এদিন জানালেন পার্থ চট্টোপাধ্যায়।